Description
আলিমরা নবিদের উত্তরাধিকারী। তাঁরা ইলমের উত্তরাধিকার লাভ করেছেন। কারণ নবিরা দিনার বা দিরহামের উত্তরাধিকারী বানান না। তাঁরা উত্তরাধিকারী বানান ইলমের। আর ইলম জগতের সবচেয়ে মূল্যবান সম্পদ।
আলিমরা হলেন তারকার ন্যায়। কেননা, তাঁরা ইলমের বাহক। আর ইলমের বাহকগণ হলেন তারকার মতো। তাঁদের দেখে মানুষ পথের দিশা পায়। হাসান বাসরি r বলেন, ‘পৃথিবীর বুকে আলিমদের উদাহরণ হলো তারকার মতো। যখন তা প্রকাশিত হয় মানুষ পথের দিশা পায়। আর যখন তা অদৃশ্য হয়ে যায় মানুষ হয়রান হয়ে যায়।’ [হিলইয়াতুল আউলিয়া, ১৩৮]
নবিজি তাঁর উম্মাহর আলিমদের তারকার সাথে দৃষ্টান্ত দিয়েছেন। যা জলে ও স্থলে মানুষকে পথ দেখায়। তাদেরকে দিক নির্ণয়ে সহায়তা করে।
বক্ষ্যমাণ বইটিতে সেইসব সত্যবাদী আলিমদের বৈশিষ্ট্য, উম্মাহর প্রতি তাঁদের দায়িত্ব ও কর্তব্য এবং উম্মাতের ওপর তাঁদের মর্যাদা আলোচনা করা হয়েছে, যারা নবিদের যোগ্য উত্তরাধিকারী এবং অন্ধকারে নিমজ্জিত উম্মাহর জন্য যারা তারকাস্বরূপ।
Alimder Proti Allahor Wada
Sondipon Prokashon
Reviews
There are no reviews yet.