Description
ভ্রমণ সাহিত্য বড়ই মজাদার এক সাহিত্য। ভ্রমণ সাহিত্যের কারিগরদের সঙ্গে শব্দের বাহনে আরোহণ করে পথ চলা যায় এপান্তর থেকে তেপান্তর। বয়ে চলা নদী, নেমে আসার ঝরনা, ঝরে পড়া বৃষ্টির জীবন্ত বর্ণনা হৃদয়কে প্রশান্ত করে দেয়। তাদের শব্দালংকারের সৌন্দর্য আমাদের মোহে ফেলে নিয়ে চলে হাজার বছর আগে। ইতিহাস, ঐতিহ্য আমাদের হাত নেড়ে ডাকে, বিদায় জানায়। প্রাচীন মানচিত্রে হেঁটে চলি নিরব নিভৃতে; যেন টাইম মেশিনে করে চলে এসেছি অতীতে। অতীত ভ্রমণের এই ভ্রমণ সাহিত্যকে আরো সমৃদ্ধ করতে মাকতাবাতুল আযহার থেকে আসছে ‘ভ্রমণ সমগ্র’-এর অন্যতম গ্রন্থ ‘রিহলাহ ইবনে জুবাইর’। বইটিতে উঠে এসেছে ১১৮২ থেকে ১১৮৫ পর্যন্ত আন্দালুসের বিদগ্ধ আলেম, ভূগোলবিদ, পর্যটক ইবনু জুবাইরের হজ্জ যাত্রার বর্ণনা। সুয়ুত থেকে আলেকজান্দ্রিয়ার সমুদ্রযাত্রাসহ তৎকালীন পৃথিবীর নানান দেশ, নানান বর্ণের মানুষদের জীবনযাপন, চলাফেরার সবটুকু।
Reviews
There are no reviews yet.