Description
ভিন্ন চোখে’ আমার একটি ভিন্ন রকম বই। এ বইয়ে আমি বাংলাদেশ এবং বাঙালির জাতীয় জজীবন ও মননে ঐতিহাসিক প্রভাববিস্তারকারী ছয়জন মনীষীকে নিয়ে এসেছি। তাদের জীবনী রচনা বা কর্মের বিবরণ নয়, বরং তাদের চিন্তা, দর্শন ও মানসচরিত্রের গূঢ় রহস্য বিশ্লেষণের চেষ্টা করেছি আমার নিজস্ব বোধ-বিবেচনা থেকে।
বিশেষ করে যাদের ব্যাপারে বিপুলসংখ্যক বাঙালির ধারণা এখনো স্বচ্ছ নয়, যাদের বাণী ও কর্মের বাহ্যিক রূপ এবং অন্তর্নিহিত স্বরূপ সম্পর্কে এখনো অনেকের জ্ঞান ও ধারণা যথেষ্ট বিভ্রান্ত ও রহস্যাবৃত, তাদেরকেই শুধু বেছে নেয়া হয়েছে। যেমন ফকির লালন শাহ, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সর্বশেষ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে এই তালিকায় স্থান দেয়া হয়েছে।
এছাড়া পূর্বাপর আরও যারা খ্যাতিমান রয়েছেন, তাদের বিষয়ে বাঙালির ধারণা ও মূল্যায়ন যথেষ্টই পরিচ্ছন্ন। কিন্তু এ ছয়জন ব্যক্তিত্বের ধর্মবোধ, চিন্তা-দর্শন, বোধ-বিশ্বাস ও আদর্শিক অবস্থান, বাহ্যিক প্রকাশ ও অন্তর্নিহিত তাৎপর্যের বিষয়ে অনেকেরই অনেক জিজ্ঞাসা রয়েছে, রয়েছে আগ্রহ।
এদের ব্যাপারে পক্ষপাতধর্মী ও গতানুগতিক অনেক পর্যবেক্ষণ ও বিশ্লেষণ প্রচলিত থাকলেও আমি কিছু নির্মোহ ও নিরপেক্ষ পর্যালোচনা উপহার দেয়ার চেষ্টা করেছি। কারণ, আমি মনে করি, কোনো গত্বাঁধা তথ্যে আবেগতাড়িত হয়ে কিংবা কোনো বিশেষ অনুরাগ বা বিরাগের আশ্রয় নিয়ে এই সব মহিরুহ ব্যক্তিত্বদের প্রতি একতরফা অবিচার ও অবমূল্যায়ন চলতে থাকা উচিত নয়, নয় কল্যাণকর। শোভনীয় নয় এদের মতো কালজয়ীদের নিয়ে ক্ষুদ্র স্বার্থের টানাটানি ও ভাগাভাগি।
আমি আমার একান্ত বোধ, উদার মানসিকতা ও ইতিবাচক দৃষ্টিকোণ থেকে প্রতিটি বিশ্লেষণ ও পর্যালোচনা সবিস্তারেই করেছি। সব বিষয় আরও খোলাসা করতে গেলে কথায় কথা বাড়ত, বই বড় হত, তার প্রয়োজন নেই। দীর্ঘ দিনের প্রচলিত চিন্তার বাইরে আমি শুধু ভিন্ন চিন্তার পথটি দেখিয়ে দেয়ার চেষ্টা করেছি। বিষয়টি ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর। এরপরও আমি তো আমার মতোই। আমার সঙ্গে সহমত বা ভিন্নমত পোষণ করার অধিকার পাঠকের নিশ্চয়ই রয়েছে। বইটি পড়ে ভালোই লাগবে।
vinno-choke
Reviews
There are no reviews yet.